ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহ ক্লাবের লিফট এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ২১ মে ২০১৭ | আপডেট: ১২:৫১, ২১ মে ২০১৭

ময়মনসিংহ প্রেসক্লাব কমপ্লেক্সের নতুন লিফট এবং ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শনিবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর এমপি। সেসময় তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বলেই দেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীনতা ভোগ করছে। ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি